স্টাফ রিপোর্টার: সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা মাকে নির্যাতনের ঘটনা ঘটছে।
ঘটনাটি ঘটেছে উপজেলা মালিগাঁও ইউনিয়নের বায়নাগর এলাকায়।
মনির শিকদার নামের এক যুবক তার মাকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় গণমাধ্যম কর্মীদের তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে
ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান।
প্রশাসনের কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান মাকে নির্যাতনকারী মনির শিকদার।
পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিবর্গের উপস্থিতিতে বদ্ধাকে তার ছেলের স্ত্রীর জিম্মায় বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ ও ইউপি মেম্বারকে নির্দেশ দেন বয়োবৃদ্ধার খোঁজখবর রাখতে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান জানান, ” উপজেলার বায়নগর গ্রামে বয়োবৃদ্ধাকে নির্যাতনের খবর পেয়ে আমি সরজমিনে ঘটনাস্থলে যাই, সেখানে গিয়ে নির্যাতনকারীকে পাওয়া যায়নি,এর আগেই সে পালিয়ে যায়।
স্থানীয় জনপ্রতিনিধের সঙ্গে কথা বলেছি , বয়োবৃদ্ধার খোঁজখবর নিতে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে নির্দেশ দিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন,
ভুক্তভোগীকে আপাতত তার ছেলের স্ত্রীর জিম্মায় দেখভাল করার দায়িত্ব দিয়েছি।
ভুক্তভোগীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
তিনি বলেন, বৃদ্ধা মাকে নির্যাতনকারী মনির শিকদারকে ৫ দিনের মধ্যে উপজেলা প্রশাসনে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছি।”
ভুক্তভোগী উপজেলার বায়নাগর গ্রামের জীবন শিকদারের স্ত্রী।