এস এম নুরুল আমিন,
জেলা ক্রাইম রিপোর্টার,কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন ইউনিয়নে
গত ৩০শে সেপ্টেম্বর ২০২৩ ইং শনিবার সকালে অনুমান ০৬:০০ ঘটিকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রী রাধাপদ রায় পূর্ব বিরোধের জেরে পার্শ্ববর্তী গ্রামের ১) মো: রফিকুল ইসলাম ও ২) মো: কদুর রহমান কর্তৃক মারধরের শিকার হন।
রাধাপদ রায়ের সন্তান শ্রী যুগলর রায়ের অভিযোগের প্রেক্ষিতে দ্রুত সাড়া প্রদান করে জেলা পুলিশ।
পুলিশ ঘটনা অবগত হওয়ার সাথে সাথেই ঘটনা নিয়ে তদন্ত ও আসামি গ্রেফতারের চেষ্টা শুরু করে।
জেলা পুলিশের চৌকস পুলিশ সদস্যদের অবিশ্রান্ত পরিশ্রম, নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনার এজাহারনামীয় মূল আসামি মো: রফিকুল ইসলাম কে তথ্যপ্রযুক্তি সহ সার্বিক প্রচেষ্টার মাধ্যমে কুড়িগ্রাম শহর হতে আজ ৪ই অক্টোবর বুধবার দুপুর অনুমান ০১:০০ ঘটিকায় গ্রেফতার করেন।
ঘটনার বিষয় পূর্ণাঙ্গ না জেনে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে ঘটনাটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের প্রচেষ্টা হিসেবে প্রচার চালায়।
তদন্ত, আসামি গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদ এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের এই অপচেষ্টা দ্রুতই রুখে দিতে সমর্থ হয় কুড়িগ্রাম সম্মানিত নাগরিক ও পুলিশ।
প্রকৃতপক্ষে এটি সাম্প্রদায়িক কোন বিষয় না এটি পারস্পরিক তুচ্ছ একটি বিরোধের ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনা।
কুড়িগ্রামের সকল নাগরিকের নিরাপত্তার অতন্দ্র প্রহরী কুড়িগ্রামের মানুষকে নির্মোহভাবে অত্যন্ত দ্রুততার সাথে সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ।