স্পোর্টস ডেস্ক:দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খেলার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও সাকিব আল হাসানের ইগো সমস্যাার কারণে বিশ্বকাপ দলে নেওয়া হয় তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে। বিশ্বকাপের দল ঘোষণার পরই নির্বাচকদের এমন ভুল সিদ্ধান্তের জোড়ালো প্রতিবাদ জানান ক্রীড়া সাংবাদিকরা।
কিন্তু কোনো প্রতিবাদের তোয়াক্কা করেননি নির্বাচক প্যানেলে থাকা মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকরা। তারা যাকে বাজির ঘোড়া হবে মনে করেছিলেন সে বিশ্বকাপের মতো বড় মঞ্চে সুযোগ পেয়ে পুরোপুরি ব্যর্থ ।
ভারতে চলমান বিশ্বকাপের চলতি আসরে আট ম্যাচে ব্যাটিং করে (৫, ১, ১৬, ৫১, ১২, ১৫, ০, ও ৯) রান করেন ওপেনার তানজিম হাসান তামিম। মাত্র এক ম্যাচে অর্ধশতক হাঁকাতে পেরেছেন এই তরুণ।
সোমবার দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে ২৮০ রানের র্টার্গেট তাড়ায় তানজিদ তামিম ফেরেন ৫ বলে দুই চারে ৯ রান করেন। তার বিদায়ে ভাঙে ২.১ ওভারে ১৭ রানের ওপেনিং জুটি।