
জেলা প্রতিনিধি রাজবাড়ী: কালুখালি উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন এর ভবানীপুর গ্রামের অরাজনৈতিক একটি সংগঠন। এই সংগঠনটি বিগত তিন বছর ধরে মানবিক কাজ করে আসছে। সে ধারাবাহিকতায় আজ ৭ই মার্চ শুক্রবার জুম্মার নামাজের পর ভবানীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকলের সম্মতি যারা কমিটিতে আসলেন, সভাপতি মো: এনামুল মন্ডল
সিনিয়র -সভাপতি :আব্দুল্লাহ,
সহ-সভাপতি :রফিক খান,সহ-সভাপতি সাফায়েত হোসাইন,সহ-সভাপতি: নয়ন খান,সাধারণ -সম্পাদক :মো রিজন প্রামানিক,সহ সাধারণ সম্পাদক: শুভ শেখ
যুগ্ম সাধারণ সম্পাদক : ইমন মোল্লা, সহ-যুগ্ন সম্পাদক: রিফাত মৃধা,সহ-যুগ্ন সম্পাদক :তাওহীদ ইসলাম
সহ-যুগ্ন সম্পাদক:শান্ত শেখ,
সাংগঠনিক -সম্পাদক :হৃদয় আহমেদ, প্রচার- সম্পাদক :সুজন প্রামানিক,দপ্তর -সম্পাদক :তানভীর হোসেন তুহিন,সামাজিক যোগাযোগ সম্পাদক: সিয়াম মন্ডল
সদস্য:মোঃ রায়হান মন্ডল।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রিজন প্রামানিক বলেন আমরা সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করব ও মানবিক কাজ করে যাব।নব নির্বাচিত সভাপতি মোঃ এনামুল মন্ডল বলেন আমরা সবসময় ব্লাড নিয়ে কাজ করি। তবে আমাদের স্বপ্ন আছে যে ভবানীপুর ব্লাড ফাউন্ডেশন আমরা এগিয়ে নিয়ে যাব।