মোঃ রেজাউল করিম: স্কয়ার মাস্টার বাড়ি বাজার নামক স্থান-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক ডজন পরিবারের রুমের এক নিমিষে সবকিছু পুড়ে ছাই হয়েছে।
আজ- ২১ অক্টোবর ২০২৩ইং,রোজ শনিবার সকাল ১১ টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় স্কয়ার ফ্যাক্টরির এক নম্বর গেটের পূর্ব পার্শে মোঃ জবান আলীর ভাড়া বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঘটনা সূত্রেঃ জানা যায় আজ শনিবার ১১ঃ২০ মিনিটে ফায়ার সার্ভিস এর কাছে ফোন করা হয়। এবং ফোন পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থলের আশেপাশে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকার ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে পাশের স্কয়ার ফ্যাক্টরি থেকে পানির ব্যবস্থা করে প্রায় ২ ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুপুর ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
এর মধ্যেই ২০-৩০ টি রুমের মালামাল সম্পূর্ণ পুড়ে যায় প্রায় ৭০ থেকে ৬০ লক্ষ টাকার মালামাল ওসম্পদে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এক কোটি টাকার মালামাল সম্পদ সহ উদ্ধার করা হয়ে বলে দাবি করেন উক্ত ফায়ার সার্ভিসের কর্মীরা।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে
, ও কিভাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে-প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট মাধ্যমে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেন ফায়ার সার্ভিসে ইউনিট কর্মীরা বলেন।
তবে-ঘটনা স্থলে পরিদর্শন করে আমরা দেখতে পাই,এতে জনমানুষের কোন প্রাণীর ক্ষতি বা হাতাহাতের ও কোন প্রাণনাশের ঘটনা ঘটে নি।
ঘটনা স্থলে প্রত্যক্ষদর্শীরা “সাংবাদিক দের “কে বলেন ভাড়া বাড়ির আশেপাশের বিভিন্ন ফ্যাক্টরির গার্মেন্টস শ্রমিকরা বসবাস করে আসছে। প্রায় ৬০ থেকে ৭০ টা রুম আছে ৬০-৭০টি রুম পুড়ে একদম ছাই হয়ে যায়। অবশিষ্ট বাকি রুম গুলোতেও ক্ষতির পরিমাণ কম নয়। আমরা ১১ টার দিকে আগুন দেখতে পাই এবং ফায়ার সার্ভিসকে খবর দেই ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আশেপাশে ভালো যোগাযোগ ও পানির ব্যবস্থা না থাকায় আগুন নিভাতে একটু বিলম্ব হয় বলেন তারা জানান।
এবং তারা আরো বলেন য়ে,ঐ উক্ত স্থানের আশেপাশে কয়েক বছর ধরে পরপর আগুন লাগার ঘটনা ঘটে যাচ্ছে,বলে বিষয়টি অতীব রহস্যজনক।