মোঃ রেজাউল করিম,
ক্রাইম,ইনভেস্টিগেটর,ময়মনসিংহ: স্মরণ কালের ভয়াবহ বৃষ্টি পাতে ডুবতে চলেছে ময়মনসিংহ নগরী। গত তিন দিন যাবত টানা বৃষ্টিপাতে ময়মনসিংহের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়।
টানা বৃষ্টির ফলে ময়লা কর্দমায়, মেন হলের ছিদ্র গুলিতে ময়লা আটকে পরাই এ জলাবদ্ধতা দেখা দেয়।আবহাওয়ার নিম্ন চাপে সারা দেশ সহ ময়মনসিংহে এ বছর প্রথম বার রেকর্ড পরিমাণ বৃষ্টি পাত হয়।
যার ফলে, ময়মনসিংহ নগরী সব, ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে, জিলা স্কুল, সার্কিট হাউজ মাঠ, ময়মনসিংহ কেন্দ্রীয় মসজিদ, নতুন বাজার, নগরীর বাসা বাড়ির নিচ তলায় জলাশয় দেখা দেয়।
ময়মনসিংহ শহর যেহেতু শিক্ষা নগরী, সেখানে রয়েছে অনেক ছাত্র-ছাত্রী দের জন্য ছাত্রাবাস। অনেক ছাত্রা বাসেও পানি উঠতে দেখা গেছে।
টানা এ বৃষ্টি পাত বন্দ না হলে নগর বাসিন্দাদের জন্য অনেক কষ্ট হয়ে উঠবে জীবন যাত্রা।এ দিকে অনেক স্থানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এছাড়াও ময়মনসিংহের জেলার বিভিন্ন বাসাবাড়িসহ রাস্তা চলাচলের ক্ষেত্র অযোগ্য হয়ে পড়েছে। রাস্তায় নামতেই হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে। এবং কিছু কিছু নিচু জায়গায় জনসাধারণ পানি বন্দী হয়ে পড়ছেন।
ময়মনসিংহ বাসি জনসাধারণ এ দুর্ভোগ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে পরিত্রাণ চান।