
মোঃ রাজু আহম্মেদ–খুলনা◼️
খুলনার পাইকগাছায় চেতনা নাশক মিশ্রিত খাবার খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়ি থেকে ১২ ভরি সোনা, দেড় লক্ষাধিক নগদ টাকা, মূল্যবান দলিলপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বর্তমানে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩জুলাই) রাতে পাইকগাছা উপজেলার ৬ নম্বর লস্কর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মোঃ ইলিয়াস গাজীর বাড়িতে। পরিবারের সদস্যদের আশঙ্কা, দুপুরে রান্না করা খাবারের সঙ্গে কোনো একসময় দুর্বৃত্তরা চেতনা নাশক মিশিয়ে দিয়ে থাকতে পারে। বিকেল গড়ানোর পরপরই পরিবারের তিন সদস্য ও আরও দুই অতিথি অচেতন হয়ে পড়েন।
অচেতন ব্যক্তিরা হলেন – ইলিয়াস গাজী, তার স্ত্রী নাছিমা আক্তার, কাজের লোক জাহানারা বেগম এবং রাড়ুলী ইউনিয়নের চক-বড়ভোড়িয়া জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন জামে মসজিদের সহ-সভাপতি মোঃ ফারুক সানা ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোড়ল। সবাইকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শুক্রবার সকালে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে দেখতে পান, বাড়ির গেট এবং আসবাবপত্রের লকার ভাঙা। সেখান থেকে ১২ ভরি স্বর্ণালঙ্কার, প্রায় দেড় লক্ষাধিক টাকা এবং জমির দলিল, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ বলেন, “চেতনা নাশক জাতীয় কিছু খেয়ে অচেতন হয়ে পড়া পাঁচজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা স্থিতিশীল। আশা করছি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ বলেন, “ঘটনাটি শুনেছি। এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে রাতের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।