
সুজন চক্রবর্তী⬛ভারত প্রতিনিধি:
পশ্চিমবঙ্গের পাথরপ্রতিমায় শনিবার ভোর রাতে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় তিন জন নিহত ও এক জন গুরুতর আহত হয়েছেন। আহত যুবককে দ্রুত ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মৃতরা হলেন সুব্রত মন্ডল (২৪), দীপংকর মন্ডল (১৯) এবং মোস্তাকিন (৩২)। গুরুতর আহত যুবকের নাম সঞ্জয় মন্ডল (১৯)। প্রত্যেকে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার রাঘবপুর এলাকার বাসিন্দা। তারা পাথরপ্রতিমায় এক ঠিকাদারের অধীনে গভীর নলকূপ বসানোর কাজে নিয়োজিত ছিলেন।
কাজ শেষে তারা রথের মেলা দেখতে গিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় পাথরপ্রতিমায় ভোর থেকেই বৃষ্টি হচ্ছিল। রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের অর্জুন মোড় এলাকায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চারজনই রাস্তায় ছিটকে পড়ে এবং পাশের নর্দমায় পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দুর্ঘটনার বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ আহত সঞ্জয়কে প্রথমে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।
পাথরপ্রতিমা থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় জনতা এবং পরিবারের সদস্যরা আহত যুবকের দ্রুত সুস্থতা কামনা করছেন।