
সুজন চক্রবর্তী–ভারত◼️
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার খাশবালান্দা গ্রামে এক রহস্যজনক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় লক্ষীকান্ত মন্ডল নামে এক ব্যক্তির মৃতদেহ। গলায় শাড়ির ফাঁস থাকলেও শরীরজুড়ে একাধিক আঘাতের চিহ্ন সন্দেহের জন্ম দেয়। পুলিশি তদন্তে উঠে আসে হত্যার আশঙ্কা। অবশেষে ঘটনার পর পলাতক স্ত্রী পুস্প মন্ডলকে গ্রেপ্তার করেছে হাড়োয়া থানা পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে বাড়ির ঘর থেকে উদ্ধার হয় লক্ষীকান্তের ঝুলন্ত দেহ। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন, ভাঙা আঙুল ও ঘটনাস্থল থেকে কোদাল উদ্ধারে প্রশ্ন উঠে— এটি কি আত্মহত্যা না কি পরিকল্পিত হত্যা?
এ ঘটনায় লক্ষীকান্তের স্ত্রী পুস্প মন্ডল ও ছেলে ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়। আত্মীয়দের দাবি, ঘরোয়া কলহের জেরেই পুস্প পরিকল্পিতভাবে স্বামীকে হত্যা করেছে। মঙ্গলবার পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে হত্যার আলামত মিলেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
গ্রামবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হাড়োয়া থানার তদন্তকারীরা বলছেন, ঘটনাটি নিছক পারিবারিক কলহ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে।