
সুজন চক্রবর্তী–ভারত◼️
ভারতের উত্তরপ্রদেশে ফের ধর্ষণের ঘটনায় কেঁপে উঠেছে জনমনে ক্ষোভ। এবার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। অভিযোগ, একাদশ শ্রেণির এক দলিত ছাত্রীকে স্কুল যাওয়ার পথে অপহরণ করে ধর্ষণ করেছে ওই পুলিশ সদস্য।
নির্যাতিতার পরিবারের দাবি, বুধবার (২ জুলাই) সকালে মেয়েটি স্কুলে যাওয়ার সময় এক ব্যক্তি তাকে জোর করে একটি গাড়িতে তুলে নেয়। এরপর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে বন্দুক ঠেকিয়ে তাকে ধর্ষণ করা হয়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। প্রায় ৫ ঘণ্টা পর স্থানীয়রা দেখতে পান, একটি গাড়ি মেয়েটিকে বাড়ির কাছে ফেলে রেখে চলে যায়। বিষয়টি দেখে এলাকার মানুষ গাড়িটিকে প্রায় ২০০ মিটার ধাওয়া করে ধরে ফেলে। চালক পালিয়ে গেলেও অভিযুক্ত কনস্টেবল ধরা পড়ে যান।
স্থানীয়রা পরে ওই কনস্টেবলকে পুলিশের হাতে তুলে দেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, পকসো আইন ও এসসি/এসটি আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার তদন্তে নিযুক্ত করা হয়েছে এক ডিএসপি পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে। অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার জানান, “অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার ও বরখাস্ত করা হয়েছে। নির্যাতিতার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
উল্লেখ্য, অভিযুক্ত একজন দায়িত্বরত কনস্টেবল হওয়ায় এ ঘটনায় পুলিশের প্রতি জনগণের আস্থায় বড় ধাক্কা লাগতে পারে বলে মত স্থানীয় মানবাধিকার কর্মীদের। এলাকাজুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন সতর্ক রয়েছে।