
সুজন চক্রবর্তী– ভারত◼️
ভারতের তামিলনাড়ুর শিবকাশীর কাছে চিন্নাকামান পট্টি গ্রামে মঙ্গলবার (১ জুলাই) সকালে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন, যাদেরকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বিরুধুনগর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের তীব্রতায় কারখানায় আগুন লেগে যায়। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকল ও পুলিশ বাহিনী। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে এবং ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালায়।
বিরুধুনগর জেলার পুলিশ সুপার কান্নান জানান, বিস্ফোরণের পর ক্রমাগত ধোঁয়া বের হচ্ছিল কারখানা থেকে। উদ্ধারকাজ এখনও চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, কীভাবে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন। স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিস্ফোরক নিয়ন্ত্রণ অধিদপ্তরকেও বিষয়টি অবহিত করা হয়েছে।
ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কারখানার মালিক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।