
সুজন চক্রবর্তী– ভারত প্রতিনিধি:◾
ভারতে জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী স্নানযাত্রার দিনে রক্তাক্ত হয়ে উঠল পুরী শহর। বুধবার (১১ জুন), পুরীর জগন্নাথ মন্দিরের এক প্রবীণ সেবায়েতকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। নিহত সেবায়েতের নাম জগন্নাথ দীক্ষিত (৮৩), যিনি মহাসুয়ার সাহির বাসিন্দা এবং মন্দিরে রাধুনীর দায়িত্বে নিযুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সকালে গুড়িসাহির রাবানি চৌরার রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁর দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির মধ্যেও শহরের প্রাণকেন্দ্রে এমন নৃশংস হত্যাকাণ্ডে চমকে গেছেন স্থানীয় বাসিন্দারা।
পুরী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। ধৃতের নাম নারায়ণ পাত্তাযোশী (৬০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, জগন্নাথ দীক্ষিতের সঙ্গে কথাকাটির একপর্যায়ে সে ধাক্কা দেয়, যার ফলে জগন্নাথ দীক্ষিত দেওয়ালে মাথা ঠুকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে জগন্নাথ দীক্ষিতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ ইতোমধ্যেই আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। খুনের পেছনে ব্যক্তিগত শত্রুতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।
পুরীর পুলিশ সুপার জানিয়েছেন, “ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে আমরা ব্যক্তিগত শত্রুতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রয়োজন হলে আরও তদন্ত হবে।”
পুরীর মতো একটি ধর্মীয় এবং পর্যটননির্ভর শহরে, তাও স্নানযাত্রার মতো গুরুত্বপূর্ণ দিনে এমন একটি ঘটনা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রশ্ন তুলে দিল বলেই মনে করছেন বিশ্লেষকরা।