
সুজন চক্রবর্তী-ভারত◼️
ভারতের ওড়িশার পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা ঘিরে ফের ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার (২৯ জুন) ভোরে গুন্ডিচা মন্দিরের কাছে বিশাল জনসমাগমের মধ্যেই চূড়ান্ত অব্যবস্থাপনার কারণে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন অন্তত ৩ জন পুণ্যার্থী, আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, রথযাত্রার ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়ার আগে ভোর থেকে হাজার হাজার ভক্ত মন্দিরের সামনে জমায়েত হতে শুরু করেন। সকাল সাড়ে ৪টার দিকে মন্দিরের সামনে ভিড় অতিরিক্ত হয়ে গেলে এবং একটি রীতিপালন সামগ্রীর গাড়ি এসে পৌঁছালে হঠাৎ করে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়।
এই সময় ভিড় নিয়ন্ত্রণে ব্যবহৃত ব্যারিকেড ভেঙে পড়ে এবং সৃষ্টি হয় পদপিষ্ট হওয়ার ভয়াবহ পরিস্থিতি। পুলিশ জানিয়েছে, ভোর ৪টা ২০ মিনিটে এই ঘটনাটি ঘটে এবং তারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।
মৃতদের পরিচয় শনাক্ত করা হয়েছে – বাসন্তী সাহু, প্রমকান্ত মোহান্তি ও প্রভাতী দাস। তাঁরা সবাই ওড়িশার খুরদা জেলার বাসিন্দা ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, এত বড় ধর্মীয় উৎসবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। পুলিশের সংখ্যাও ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল, যা দুর্ঘটনার জন্য মূলত দায়ী।
ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, “এই দুর্ঘটনার জন্য দায়ীদের কোনোভাবেই ছাড়া হবে না। যারা দায়িত্বে গাফিলতি করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এই মর্মান্তিক ঘটনায় ওড়িশাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক শোক ও ক্ষোভ। রথযাত্রার নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের ভূমিকা এখন প্রশ্নের মুখে।