
সুজন চক্রবর্তী-ভারত◼️
ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে একটি রাসায়নিক কারখানা। সোমবার (৩০ জুন) দুপুরে হঠাৎ বিস্ফোরণে উড়ে যায় কারখানার ছাদ, দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। ঘটনায় এখন পর্যন্ত ১০ জন শ্রমিকের মৃত্যু নিশ্চিত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় বেশ কয়েকজন শ্রমিক প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়েন। বিস্ফোরণের পর পরই গোটা কারখানাজুড়ে ছড়িয়ে পড়ে আগুন, যার কালো ধোঁয়া দূর থেকেও দেখা যাচ্ছিল। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়রা ছুটে এসে দেখতে পান, ছাদের বড় একটি অংশ উড়ে গিয়ে পাশের খোলা জায়গায় পড়ে আছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনীর ১১টি ইউনিট। চলছে উদ্ধার অভিযান। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানাটিতে মূলত ওষুধ প্রস্তুতের কাঁচামাল তৈরি করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণের উৎস বা আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ও কারখানার কার্যক্রমে কোনো গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে আহতদের চিকিৎসা, নিখোঁজদের খোঁজ এবং ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এছাড়া অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনার পর থেকে কারখানার আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ধরনের ঝুঁকিপূর্ণ কারখানার কার্যক্রমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ জানিয়ে আসছিলেন বলেও জানা গেছে।
এই ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।