
ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের ভালুকায় “ইটিভি’র ভালুকা প্রতিনিধি পরিচয়ধারী জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে তার অসুস্থ ও বৃদ্ধ পিতা সুলতান মিয়া। ২২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তিনি এই মামলা দায়ের করেন। মামলা নং-৯১৭, তারিখ-২৪ সেপ্টেম্বর-২০২৩। বিজ্ঞ আদালত ভালুকা মডেল থানাকে মামলাটি তদন্তের দায়িত্ব দিয়েছেন। এর আগে গত ৩০ আগস্ট বুধবার দুপুরে ভালুকা উপজেলা পরিষদ এর সামনে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ, জমি দখল, হয়রানি মূলক মামলা দায়ের এর প্রতিবাদে জাহাঙ্গীরের বিচারের দাবিতে জাহাঙ্গীরের পিতা সুলতান মিয়া ও এলাকাবাসী একটি মানববন্ধন করেন। এই সময় জাহাঙ্গীরের ভাই ও বোনেরাও উপস্থিত ছিলেন। জাহাঙ্গীরের অসুস্থ পিতা সুলতান মিয়া বলেন, তার ছেলে জাহাঙ্গীর প্রতারণার মাধ্যমে জমি বিক্রির ২২ লক্ষ টাকা আত্মসাৎ করায় তিনি এই মামলা দায়ের করেছেন। জাহাঙ্গীরের আপন ছোট ভাই হেলাল মিয়া জানান, জাহাঙ্গীর নিজেকে ইটিভি (একুশে টেলিভিশন) এর ভালুকা প্রতিনিধি পরিচয় দিয়ে তাদেরকে বিভিন্ন সময় হুমকি ও ভয়-ভিতি প্রদর্শন করে আসছে। হেলাল মিয়া আরো জানান, জমি বিক্রির টাকা চাইলে, জাহাঙ্গীর তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় হয়রাণি করার হুমকি দিয়ে আসছে।