এস এম নুরুল আমিন,
জেলা ক্রাইম রিপোর্টার,কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় গত শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ যুবকের লাশ ১৫ই অক্টোবর রবিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলার সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে পুলিশ ।
উদ্ধারকৃত লাশটি হলো সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের আজিজুল হকের পুত্র শাহিন (৩৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ১৩ই অক্টোবর সন্ধ্যায় বাড়ি থেকে বেড় হয় শাহিন।
গভীর রাতেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার মোবাইলে ফোন করলে মোবাইল ফোনটি বন্ধ পায়।
পরে নিখোঁজ শাহিনের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ নেয়া হয়।
রোবিবার সকালে ওই গ্রামের একটি ধান ক্ষেতে বস্তার মধ্যে মানুষের দুটি পা দেখতে পান কয়েকজন স্থানীয় কৃষি শ্রমিক।
পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান পিপিএম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান,
লাশ থানায় নিয়ে আসা হয়েছে।
লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে।