কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব এর বসতবাড়িতে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা রাতের আঁধারে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৮শে অক্টোবর/২৩ইং শনিবার গভীর রাতে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামে এ ঘটনা ঘটে।
মরহুম মুক্তিযোদ্ধার ছেলে মো: জাহাঙ্গীর আলম জানান, কাজের সুবাদে আমরা তিন ভাই পরিবার সহ বাহিরে থাকি। মা বাড়িতে একা থাকেন। গত ২৭শে অক্টোবর/২৩ ইং শুক্রবার মা চিকিৎসার জন্য রংপুরে ছোট ভায়ের কাছে যায়। শনিবার রাত দেড়টার সময়( আনুমানিক ) দুর্বৃত্তরা আমাদের বাড়িতে আগুন দেয়। আমি আমার চাচার কাছ থেকে বাড়িতে আগুন লাগার খবর পাই এবং আমার অন্য ভাইদের আগুন লাগার বিষয়টি জানাই। আমরা ধারণা করছি, মা যেহেতু একা বাড়িতে থাকেন তাই পূর্ব শত্রুতার জেরে আমার মাকে মেরে ফেলার উদ্দেশ্যে তারা বাড়িতে আগুন দিয়েছে।
পরে ০৩রা নভেম্বর শুক্রবার সকালে আমি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসি। ঐ দিন রাত নয়টার দিকে এ বিষয়ে ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ করি।
মরহুম মুক্তিযোদ্ধার সেজো ছেলে পাথরডুবি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাহাবুল ইসলাম জানান, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে আমার মাকে হত্যার উদ্দেশ্যে আমাদের বাড়িতে আগুন দিয়েছে। আগুনে বিভিন্ন মালামাল সহ একটি ঘর পুরে গেছে, এতে প্রায় সাড়ে সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার মা একা বাড়িতে থাকেন এখন আমরা মাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার ঘটনাটি আমাকে জানানো হয়েছে। আমি অসুস্থ থাকায় তাৎক্ষণিক সেখানে ওই ওয়ার্ডের মেম্বারকে পাটিয়েছি। বিষয়টি জানতে আমি আজ ঘটনাস্থলে যাবো।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।