মুহাম্মদ আরিফ,ভোলা প্রতিনিধি: ভোলা পৌরসভা ১ নং ওয়ার্ড মাস্টার পাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি তাজাঁ গোলা, ৪টি হাত বোমা ও একটি পাসপোর্টসহ তোফায়েল আহমেদ নামে একজন কে আটক করা হয়।
বৃহস্পতিবার ( ৯ জানুয়ার) ভোর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকৃত তোফায়েল আহমেদ ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত: সৈয়দ আহমেদ ফরাজী ছেলে।
আজ সকাল ১১ টা সময় কোস্ট গার্ড দক্ষিণ জোন জানায়, দীর্ঘদিন যাবত পশ্চিম ইলিশিয়া পূর্ব কাজিরচর এলাকায় তোফায়েলর নেতৃত্বে চাঁদাবাজি, ছিনতাই, জমি দখল, সাধারণ মানুষ কে অস্ত্র দেখিয়ে ভয়- ভীতি সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ,হাত বোমা, তাজা গোলাসহ তাকে আটক করা হয়।
উল্লেখ্য: আটকৃত তোফায়েল আহমেদ ভোলা সদর উপজেলার রাজাপুর শান্তিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে।
তোফায়েল আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করেছে ছাত্র-ছাত্রী ও বেসরকারি শিক্ষক সমাজ। বৃহস্পতিবার (৯ই ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচির পরে শিক্ষক তোফায়েল আহম্মেদের মুক্তির দাবিতে জেলা প্রশাসক মো: আজাদ জাহানের কাছে স্মারকলিপি প্রধান করেন।
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এ সময় শিক্ষক সমিতির নেতারা বলেন, ৫ই আগস্টের পূর্বে গণহারে মিথ্যা মামলা দিয়ে যেরকম নিরীহ মানুষদেরকে গ্রেফতার করা হতো তারই পুনরাবৃত্তি হিসেবে তোফায়েল আহমেদকে গ্রেপ্তার করা। তোফায়েল আহমেদ একজন নম্র, ভদ্র ও আদর্শ শিক্ষক। তিনি সবসময় তার বিদ্যালয়ে নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন। ছাত্র-ছাত্রী ও তার বিদ্যালয়ের সহকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক। সহকর্মী হিসেবে তাকে সবসময় বিনয়ী ও ভালো মানুষ হিসেবে চিনি।
আজকে কোস্টগার্ড তাকে গ্রেপ্তার করে পুরো শিক্ষক সমাজকে বিতর্কিত করেছে। তিনি বেসরকারি শিক্ষক সমিতির উপজেলার সহ-সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তারা আরো বলেন,ভোর রাতে তার বাসা থেকে গ্রেফতারের সময় তার কাছে থেকে একটি মোবাইল ও পাসপোর্ট ছাড়া কিছুই পায়নি। তাকে হয়রানির উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ও হাতবোমাসহ থানায় চালান দেওয় হয়েছে। এরকম সম্মানিত মানুষদের সামজে অন্যায়ভাবে বিতর্কিত করা হলে ভালো মানুষ সমাজে বেড়ে উঠবে না। আমরা আমাদের সহকর্মী তোফায়েল আহমেদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। অন্যথায় ভোলাসহ সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তুলবো।
গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা