
মুহাম্মদ আরিফ,ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের ঢালচরে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি মো. ইসমাইল কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ মার্চ) দুপুর ২ টার দিকে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল দক্ষিণ আইচা থানার পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রামের চানগাঁ এলাকা থেকে ইসমাইলকে গ্রেফতার করে।
গ্রেফতার ইসমাইল ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার ঢালচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোলেমানের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ৬ মার্চ রাতে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচার ঢালচর ইউনিয়নে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করে ভিডিও ধারণ করা হয়। এ ঘটনার মামলায় ইসমাইলকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জান বলেন, গ্রেফতার হওয়া আসামি ইসমাইল প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে। আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে।