
মুহাম্মদ আরিফ,ভোলা প্রতিনিধি: ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ভোলার চরফ্যাশন খাসমহল জামে মসজিদের তৃতীয় তলায় ৯ বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনায় তালহা (১৯) নামে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে ভোলার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান।
গ্রেপ্তারকৃত তালহা চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাওলানা মোস্তাকুর রহমানের ছেলে।
এর আগে গতকাল শনিবার দিবাগত রাতব্যাপী অভিযান চালিয়ে চরফ্যাশন উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিচারের দাবিতে বলাৎকারের শিকার শিশুটির বাবা বাদী হয়ে চরফ্যাশন থানায় মামলা করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান বলেন, গত ১৪ মার্চ রাতে মসজিদের সৌন্দর্য দেখানো ও মোটরসাইকেলে ঘুরানোর কথা বলে চরফ্যাশন খাসমহল মসজিদের তৃতীয় তলায় নিয়ে ৯ বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনা ঘটে। পরে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্ত তালহাকে শনাক্ত করে তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে।
সংবাদ সম্মেলনে চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান, চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১৪ মার্চ) তারাবির নামাজ শেষে খাসমহল মসজিদে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। শিশুটির বাড়ি চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নে। সে চরফ্যাশন উপজেলা শহরের একটি মাদরাসার ৪র্থ শ্রেণির ছাত্র। বলাৎকারের শিকার শিশুটি বর্তমানে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।