
মোঃ রেজাউল করিম,ময়মনসিংহ: গতকাল বৃহস্পতিবার ১৯ অক্টোবর ২০২৩ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা এমপি ঢাকাস্থ সড়ক ভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহের সাথে সরাসরি যুক্ত হয়ে ময়মনসিংহ জেলায় ২৩ টি সেতুসহ ময়মনসিংহ বিভাগের মোট-৪০টি সেতু এবং একইসাথে দেশব্যাপী ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস, স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষাকেন্দ্র ডিটিসিএ ভবন, বিআরটিসির ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহ জেলার কেওয়াটখালী ও রহমতপুর সেতুর নির্মাণ কাজ শুভ উদ্বোধন এবং দুর্ঘটনায় নিহত-আহত ব্যক্তিদের মধ্যে ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র, ইকরামুল হক টিটু, মাননীয় সংসদ-সদস্যবৃন্দ, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, পুলিশ সুপার, ময়মনসিংহ, বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রজাতন্ত্রের কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ প্রান্তে সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজার রহমান ইত্যাদি।