মোঃ রেজাউল করিম,ময়মনসিংহ: “শুদ্ধ যে জন, ঋদ্ধ মহাপ্রাণ, বিদায়ের অনুক্ষণে, হয় নাই মৃয়মাণ”-এই আপ্তবাক্যকে অন্তরে ধারণ করে, গত ২০ অক্টোবর ২০২৩ইং,
জেলা পুলিশ, ময়মনসিংহ ও পুনাক, ময়মনসিংহের যৌথ আয়োজনে ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম, অতিরিক্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ মহোদয়ের পদোন্নতিপ্রসূত বদলিজনিত বিদায় সংবর্ধনা ময়মনসিংহ জেলা পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়ের বাসভবনে অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনায় তাঁর সম্মানিত সহধর্মিণী জনাব মধুছন্দা ভট্টাচার্য্য, উপদেষ্টা, পুনাক, ময়মনসিংহ এবং ডা: রেবেকা শারমিন, সভাপতি, পুনাক, ময়মনসিংহ মহোদয় উপস্থিত ছিলেন।
অনাড়ম্বর অথচ আন্তরিকতায় পরিপূর্ণ এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব উম্মে সালমা তানজিয়া, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত পরিচালক মহোদয়, ডিজিএফআই ময়মনসিংহের সম্মানিত কর্নেল জিএস মহোদয়, র্যাব-১৪’র সম্মানিত অধিনায়ক মহোদয়, সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ সম্মানিত অতিরিক্ত আইজিপি মহোদয়ের সাথে কর্মকালীন বিগত এক বছরের বেশি সময় তাদের বিভিন্ন সুখস্মৃতির রোমন্থন করেন।
পাশাপাশি অতিথিবৃন্দ তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য এবং তার ও তার পরিবারের সুস্থতা কামনা করেন। অনুভূতি ব্যক্ত করার পর সম্মানিত অতিথিবৃন্দ এক বিশেষ গীতিনাট্য ময়মনসিংহের ঐতিহ্যবাহী ‘মহুয়া পালা’র মঞ্চায়ন উপভোগ করেন যা তাঁদেরকে এক আবেগময় ভালোবাসার অনুভূতি প্রদান করে।
উক্ত অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিবৃন্দ এক বিশেষ প্রীতি নৈশভোজ গ্রহণ করেন।
পুলিশ পরিবারের পক্ষ থেকে কর্তৃপক্ষ বলেন,আমরা জেলা পুলিশ ময়মনসিংহের পক্ষ থেকে সম্মানিত অতিরিক্ত আইজিপি জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম মহোদয়ের প্রতি তাঁর এই বিদায় লগ্নে গভীর শ্রদ্ধা এবং পরবর্তী কর্মজীবনের জন্য অগণিত শুভকামনা জ্ঞাপন করছি।