লালপুর (নাটোর) প্রতিনিধি:বিএনপি-জামায়াতের হরতালে ঢাকার মোহাম্মদপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় ছাদ থেকে পড়ে নিহত আব্দুর রশিদের মরদেহ নাটোরের লালপুরে নিজ বাড়িতে দাফন করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর ২০২৩) উপজেলার চংধুপইল ইউনিয়নের নাগদহ (শোভ) গ্রামের বাড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। পুলিশ লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। রোববার রাতে নিহতের ভাই রাকিবুজ্জামান বাবু লাশ গ্রহণ করেন। সকাল ৯টার দিকে মরদেহটি লালপুরে বাড়িতে এসে পৌঁছায়।
লালপুর থানার কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মৃত আব্দুর রশিদ উপজেলার চংধুপইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড নাগদহ গ্রামের মৃত মো. খলিল সরদারের ছেলে। তিনি ঢাকার আদাবর থানা বিএনপির ৩০ নং ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি আদাবর থানার সাবেক যুবদল নেতা ছিলেন। তিনি আদাবরে স্ত্রী ও দুই মেয়ে নিয়ে সুনিবিড় হাউজিংয়ে ভাড়া থাকতেন।
জানা যায়, রোববার সকাল ১০টার দিকে বিএনপি-জামায়াতের হরতালের মধ্যে রাজধানী ঢাকার আসাদ এভিনিউয়ে মোহাম্মদপুর টাউন হল বাজারের কাছে ‘পরিস্থান পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছিলেন রশিদ। আগুন দেওয়ার পর রাস্তার লোকজন ধাওয়া দিলে তিনি জাকির হোসেন রোডের একটি নির্মাণাধীন ভবনের ছাদে গিয়ে ওঠেন। বেলা ১২টার দিকে ওই ছাদ থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে মৃত্যু হয়। বাসে আগুন দেওয়ার ওই ঘটনায় দুই যাত্রী দগ্ধ হন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনিস্টিটিউটে ভর্তি করা হয়। আগুনে ওই বাসের সবগুলো সিট পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
নিহতের ভাই রাকিবুজ্জামান বাবু দাবি করেন, তার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু ছাদ থেকে পড়ে মারা গেছে বলে পুলিশ তার কাছ থেকে লিখে নিয়েছে। তিনি আরও বলেন, আব্দুর রশিদ ঢাকার আদাবর থানাধীন ৩০ নং ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ছিলেন। দীর্ঘ ১৪ বছর পরিবারসহ ঢাকায় বসবাস করে সক্রিয় রাজনীতির পাশাপাশি ঠিকাদারি পেশার সঙ্গে জড়িত ছিলেন।
চংধুপইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম বলেন, আব্দুর রশিদ অনেক বছর ধরেই ঢাকায় বসবাস করছিলেন। ঢাকায় এক্সপোর্টের প্যান্ট তৈরি কাজ করতেন।
শিরোনামঃ
নোটিশঃ
মহাসমাবেশে ঢাকাইহরতালে বাসে আগুন দেওয়া রশিদের লাশ লালপুরে দাফন
- শিহাব
- Update Time : ০৩:২৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- ১৮৮ Time View
Tag :
Popular Post