মাহমুদুল হাসান রনি,
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: রবিবার (২৯ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলার টেকেরহাট হইতে গোপালগঞ্জ গামী আঞ্চলিক সড়কের চেকপোস্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত উজ্জল ভক্ত মুকসুদপুর থানার বানিয়ারচর গ্রামের নরেশ ভক্তের ছেলে।
রবিবার বিকেলে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এসময় পুলিশ উজ্জল ভক্তের হাতে থাকা সিমেন্টর তৈরি বাজারের ব্যাগের ভেতর থেকে ২৩ বোতল দেশি ও ৩ বোতল বিদেশি মদ জনসম্মুখে জব্দ করা হয়।
গ্রেফতার উজ্জল ভক্তের বিরুদ্ধে মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগ এনে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে।