
এইচ এম জাকির হুসাইন–নিজস্ব প্রতিবেদক◼️
নরসিংদীর মাধবদী থানার নূরালাপুর ইউনিয়নের শ্যামতলী গ্রামে এক প্রবাসীর স্ত্রী রোজিনা বেগম মাদকাসক্ত যুবক পান্নার লাগাতার হুমকি ও নির্যাতনে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। অভিযুক্ত পান্না স্থানীয় রব মিয়ার ছেলে এবং দীর্ঘদিন ধরে এলাকায় বেপরোয়া ও মাদকসেবী হিসেবে পরিচিত।
ভুক্তভোগী রোজিনা বেগম জানান, পান্না প্রতিনিয়ত তার বাড়ির সামনে অবস্থান করে অশ্লীল গালাগালি, হুমকি এবং মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। একাধিকবার স্থানীয়দের সহযোগিতা চাইলেও বেশিরভাগ সময়েই নিরবতা ভেঙে কেউ পাশে দাঁড়ায়নি। বরং, এলাকার প্রভাবশালী মো. নাদিম মোল্লার কাছে বিচার চাইতে গেলে তিনি দুর্ব্যবহার করেন। ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিককেও হেনস্তার শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর রোজিনা বেগম থানায় অভিযোগ জানাতে গেলে কর্তব্যরত ডিউটি অফিসার অভিযোগ গ্রহণ না করে ‘স্থানীয়ভাবে মীমাংসার’ পরামর্শ দেন। এ ঘটনায় তার নিরাপত্তা আরও হুমকির মুখে পড়েছে।
জুমার নামাজ শেষে রোজিনা বেগম এলাকার মুসল্লিদের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে সাহায্য চাইলেও বহু মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন। ঘটনাটি দেখে অনেকের চোখে জল এসেছে, কেউ কেউ পাশে দাঁড়াতে চাইলেও সামাজিক প্রভাব ও ভয়-ভীতির কারণে তারা এগিয়ে যেতে পারেননি।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। সুশীল সমাজ বলছে, পুলিশের নিষ্ক্রিয়তা ও স্থানীয় প্রভাবশালীদের পক্ষপাতমূলক ভূমিকার কারণেই মাদকসেবীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। এতে করে সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রাপ্তি কঠিন হয়ে পড়েছে।
রোজিনা বেগমের মতো একজন অসহায় নারীর চিৎকার, শুধুমাত্র তার ব্যক্তিগত দুর্দশার প্রতিচ্ছবি নয়—বরং এটি সমাজের বিচারহীনতা, নৈতিক অবক্ষয় এবং রাষ্ট্রীয় ব্যর্থতার নির্মম দলিল হয়ে রয়ে গেল।
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, মাদকাসক্ত পান্নার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে।