বাদল আহমেদ,বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে এক কুখ্যাত ডাকাত ও মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) ভোররাতে মাধবপুর থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নে বাখরনগর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের হাজী এখলাসুর রহমান এর বিয়ে বাড়িতে ডাকাতির প্রস্তুতি কালে স্থানীয় জনতার সহায়তায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোস্তফা বাবু (৩৭) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেন। সে হবিগঞ্জের লাখাই উপজেলার সজনগ্রাম এর মো: শহিদুল্লা’র পুত্র। পৃথক অভিযানে মাধবপুর থানার পুলিশের অপর একটি দল শনিবার সকালে বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর এলাকায় গ্যাস ফিল্ড রোডে অভিযান চালিয়ে জনতার সহায়তায় সিলেটের বাগবাড়ি থেকে চুরি করে আনা একটি মোটরসাইকেল ও পরিবহনের কাজে ব্যাবহৃত একটি পিক আপ ভ্যানসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেন। ধৃত আসামিরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের অজিত দাস এর পুত্র সাগর দাস (৩১), হবিগঞ্জের নবিগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের লাল মিয়ার পুত্র পাভেল মিয়া (২৫) ও ময়ানা মিয়ার পুত্র জুনায়েল মিয়া (২২)।মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ডাকাতের বিরুদ্ধে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় নয়টি ডাকাতি মামলা রয়েছে। ধৃত ডাকাত ও চোরদের বিরুদ্ধে মামলা রুজু প্রকৃয়াধীন আছে।
শিরোনামঃ
নোটিশঃ
মাধবপুরে পুলিশের পৃথক অভিযানে ডাকাত ও তিন মোটরসাইকেল চোর গ্রেফতার
- Reporter Name
- Update Time : ০৮:৫৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- ১৪৯ Time View
Tag :
Popular Post