এস কে রাসেল,মানিকগঞ্জঃসমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় মানিকগঞ্জ দৌলতপুরে নানা আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ.এম নাঈমুর রহমান দুর্জয়।
অনুষ্ঠানের শুরুতেই উপজেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন আবুল, উপজেলা সমবায় কর্মকর্তা মাকসুদ হোসেন।
এছাড়াও উপজেলার সমবায় সমিতির নেতৃবৃন্দ, উপকারভোগীসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য প্রতিবছর নভেম্বর মাসের ১ম শনিবার দিবসটি সারাদেশ ব্যাপী উদযাপন করা হয়।