এস কে রাসেল,মানিকগঞ্জ প্রতিনিধি:ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানে
মানিকগঞ্জে দিনব্যাপী মিলন মেলা ও ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচে মানিকগঞ্জ পরিবার ২০০৭ও২০০৯ বনাম বগুড়া ২০০৭ও২০০৯ জাগীর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল খেলার উদ্বোধন করেন জাকির হোসেন, চেয়ারম্যান জাগীর ইউনিয়ন পরিষদ ,সভাপতিত্ব করেন প্রভাষক আজিম । বগুড়া ২০০৭ও২০০৯ কে ফুল দিয়ে বরণ করেন, সানজিদা হিরা, কোহিনূর আক্তার রিয়া,মিজান ও রাকিব,মাঠ শয্যায়, আজিজুল , মনির, শাহীন বরিশাল, টি সার্ট দায়িত্বে
ছিলেন,আলমগীর, জাহাঙ্গীর আলম কনক, সার্বিক তত্ত্বাবধানে, তুহিন, জুয়েল রানা,মমীন, মুন্না,পিরসাহেব,মিন্টু মিয়া,আকাশ,সাকিল, আরো অনেকে জিরো সেভেন জিরো নাইন এর বন্ধুগণ