শ্রী রতন কুমার রায়,রাজারহাট প্রতিনিধি:
শুক্রবার ২০-১০-২০২৩ইং দুপুর ১২ টায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়ন আয়োজনে : কাব্য তীর্থশিক্ষক সুধী সংগঠন এর প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী মিহির চন্দ্র রায় বাসভবনে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রথম অধিবেশন মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা হয়। তারপর শ্রীমৎভগবত গীতা পাঠ, শ্রী শ্রী চণ্ডীপাঠ এর করে মধ্যাহ্ন পূজা মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়, শেষে আগত সকল ভক্তবৃন্দদের প্রসাদ বিতরণ শেষে বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে একশত মানুষ কে পূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়া জন্য অসচ্ছলতা বৃদ্ধ নারী,পুরুষদের মাঝে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে এ বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মিহির রায় (শিক্ষক) তিনি প্রথমত শুভেচ্ছা মূলক বক্তব্য সংক্ষিপ্ত আকারে ধর্মকথা আলোচনা করেন এবং তিনি সঞ্চালনা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আকারের ধর্ম আলোচনা করেন :- শ্রী গোবিন্দ কুমার রায়, শ্রী দ্বিজেন্দ্রনাথ রায়, শ্রী প্রতাপ চন্দ্র রায়, শ্রী সঞ্জয়ের চন্দ্র রায়,শ্রী সুনীল চন্দ্র বর্মন,
শ্রী রতন কুমার রায়,(সভাপতি) বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট রাজারহাট উপজেলা শাখা,শ্রী কনক চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক, হিন্দু যুব মহাজোট রাজারহাট, শ্রী সবুজ চন্দ্র রায়, প্রচার সম্পাদক, হিন্দু যুব মহাজোট রাজারহাট, শ্রী স্বপন চন্দ্র রায়,কার্যকরী সদস্য ছিনাই ইউনিয়ন,হিন্দু যুব মহাজোট, শ্রী শিমুল চন্দ্র রায় সহ আরো অনেক উপস্থিত ছিলেন।