আশিক,মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়া মিরপুরে মোছা ছোমেলা খাতুন (৬০)নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫ দিকে মিরপুর উপজেলা কর্শা ইউনিয়নে কাটদহচর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত নারী হলেন সদর উপজেলা পাটিকাবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের নকলো গ্রামের ভবার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায় খুলনা- ঢাকা গামী সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে আসার সময় ঘটনা স্থানে পৌঁছানো মাত্রই ট্রেনের নিচে পড়ে ঘটনা স্থলে মারা যায়। পরে স্থানীয়রা পোড়াদহ জিআরপি পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্ত জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রমাণ করা হয়। এলাকাবাসী ধারণা করেছেন ঐ নারী ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।
এ বিষয়ে পোড়াদহ ভিআরপি থানার ওসির মুঠো ফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি।