
আশিক,মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে কুর্শা ইউনিয়নে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কুর্শা ইউনিয়নের বাশবাড়ীয়া গ্রামে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ইউনিয়ন জাসদের অন্যতম নেতা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী। জাতীয় যুব জোট মিরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ এর সঞ্চালনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুল বারী, জাতীয় যুবজোট কুষ্টিয়া জেলা শাখার সহ সভাপতি রেজাউল হক তুফান, কুর্শা ইউনিয়ন জাসদের অন্যতম নেতা আরব আলী মেম্বার, ওয়ারেশ মল্লিক, গোলাম রসুল মনি মেম্বার, রাজা বিশ্বাস ও শাহজামাল ডাবলু রবি হাফিজুল । এসময় ইউনিয়ন জাসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।