
আশিক,মিরপুর (কুষ্টিয়া)প্রতিনিধি:কুষ্টিয়ার মিরপুরে বেসরকারি সংস্থা সেতুর উদ্যোগে এবং নারী পক্ষে সহযোগিতায় আরএইচআরএন-২ প্রকল্পের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুন মুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমান, আরএইচআরএন-২ প্রকল্পের সমন্বয়কারী স্বেচ্ছাসেবক মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেতুর প্রকল্প সমন্বয়কারী (পিএসই) আমজাদ হোসেন।