
আশিক,মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে কাটদহচর এলাকায় ২০০৪ সালের ইমরান রশিদ হত্যা মামলার আমৃত্যু সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামি চরমপন্থি দলের নেতা জিয়া (৪৩) পুলিশের হাতে আটক হয়েছে। তাকে র্যাব-২ এর সহায়তায় ডিএমপির ভাটারা এলাকা থেকে দীর্ঘ ১৯ বছর পর গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।
শুক্রবার (২০ অক্টোবর) আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২১ নভেম্বর রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাটদহর চর এলাকার বাদশা মাস্টারের ছেলে ইমরান রশিদ (২৮) নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার পরের দিন ২২ নভেম্বর নিহত ইমরান রশিদের ছোট ভাই হুমায়ুন রশিদ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০০৫ সালের ২৯ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এ মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত এই রায় ঘোষণা করেন।