মোঃ আঃ হান্নান,সদর (বরিশাল):নির্ধারিত সময়ের পাঁচ দিন পূর্বে বরিশাল সিটি (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশালে বিশাল শোডাউন করে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। বৃহস্পতিবার নগর ভবনে উপস্থিত হয়ে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
অব্যহতি কার্যক্রম শেষে সিটি করপোরেশনের কর্মচারীরা ফুল ছিটিয়ে এবং নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে বিদায় জানান সাদিক আব্দুল্লাহকে । এরপর নেতাকর্মীবেষ্টিত হয়ে নগর ভবন থেকে কালীবাড়ি রোডে সেরনিয়াবাত বাসভবনে পায়ে হেঁটে যান তিনি।
এর আগে দায়িত্ব হস্তান্তরের পর নগর ভবনের সামনে সংক্ষিপ্ত বক্তৃতায় সাদিক আব্দুল্লাহ নগরবাসীর কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। একই সঙ্গে নতুন মেয়রকে সহযোগিতা করার জন্য নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানান সাদিক আব্দুল্লাহ । তিনি দাবি করেন, তার যাওয়ার আগপর্যন্ত সবার বেতন পরিশোধ করেছেন।
নগরবাসীর উদ্দেশে সাবেক মেয়র বলেন, আমার ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। আমি নগরবাসীর সঙ্গে ছিলাম ভবিষ্যতেও থাকব।