মেহেরপুর প্রতিনিধি: ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিসমূহ আদায়ে মেহেরপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি তিন দিন ধরে কর্মবিরতি অব্যাহত রয়েছে।
তিন দিনের কর্মসূচির দ্বিতীয়দিনে মেহেরপুর সরকারী কলেজে গেটে কর্মবিরতী পালন করা হয়। সরকার দাবী না মানলে আগামীতে আরও বৃহত্তর কর্মসুচী গ্রহণ করবে বলে তারা জানান।
সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে কর্মরত শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচির সঙ্গে সংহতি ও একাত্মতা প্রকাশ করে মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক-কর্মকর্তারাও কর্মবিরতি পালন করেন। কর্মবিরতিতে সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার, সহযোগিতা অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, খেজমত আলী মালিথা, মুন্সি রাশিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন ।