সুমন,মোংলা থানা সংবাদদাতা :নাশকতার মামলায় মিঠাখালি ইউনিয়নের ওয়ার্ড জামায়াতের সভাপতি মো: মিলন গাজী (৩৮) কে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ। রোববার (১২ নভেম্বর) রাতে মিঠাখালি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত জামায়াত মো: মিলন গাজী (৩৮) মিঠাখালি ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার মো: আয়নাল গাজীর ছেলে ও জামায়াতে ইসলামী বাংলাদেশ মিঠাখালি ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখার সভাপতি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মোংলা থানার নাশকতার একটি মামলায় মিলন গাজী কে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১৩ নভেম্বর) সকালে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।