
এহিয়া আহমদ রাফি- মৌলভীবাজার◾
পর্যটকে ঠাসা ঈদের ছুটির দিনেই ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেনে কাটা পড়ে শাহীন আহমদ (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাহীন আহমদ আদমপুর ইউনিয়নের আদখানী গ্রামের বাসিন্দা।
বুধবার (১১ জুন) বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট রেলপথে, লাউয়াছড়া উদ্যানের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন লাউয়াছড়ায় প্রচণ্ড ভিড় ছিল পর্যটকদের। শাহীন একা রেললাইন ধরে হাঁটছিলেন। কিছুদূর এগিয়ে যাওয়ার পর দ্রুতগতির একটি ট্রেন চলে এলে চালক একাধিকবার হর্ন দিলেও তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি। ট্রেনটি ধাক্কা দিলে তিনি লাইনের পাশে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে লাউয়াছড়া বনবিভাগ, ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক সরকার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, শাহীন আহমদ একজন টিউবওয়েল মিস্ত্রি ছিলেন এবং মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
ঘটনার পর লাউয়াছড়া এবং আশপাশের এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা এই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। একইসাথে, পর্যটন এলাকায় রেললাইনের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত না হলে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা ফের ঘটার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সচেতন মহল।