
এহিয়া আহমদ রাফি- কমলগঞ্জ(মৌলভীবাজার)◼️
মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীরতার মধ্য দিয়ে। এ বছর মহোৎসবটি ১১তম বর্ষে পদার্পণ করেছে। রথযাত্রা উদযাপন পরিষদের আয়োজনে ৯ দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকেল ৫টায় কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ী মন্দির থেকে একটি বর্ণাঢ্য রথযাত্রা শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশ নেন শত শত নারী-পুরুষ, সনাতন ভক্ত ও সাধারণ মানুষ। শোভাযাত্রাটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দুর্গাবাড়ীতে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী। শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।
রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি প্রমেশ পাল-এর সভাপতিত্বে এবং সুমন দে’র সঞ্চালনায় আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, পৌর বণিক সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশীদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল সাহা, পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, দুর্গাবাড়ী পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু এবং সাধারণ সম্পাদক লিটন দত্ত প্রমুখ।
রথযাত্রা উপলক্ষে প্রতিদিন দুর্গাবাড়ীতে অনুষ্ঠিত হচ্ছে মঙ্গল আরতি, দর্শন আরতি, গীতা পাঠ, মহাভোগ রাগ, ধর্মীয় আলোচনা, হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ, ভাগবত কথা ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ সহ নানা অনুষ্ঠান।
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় রথযাত্রা উপলক্ষে আয়োজিত হয়েছে ধর্মীয় অনুষ্ঠান। রহিমপুর ইউনিয়নের জগন্নাথ মন্দিরে ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ নয়ন লাল দেব। এতে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
একই দিনে রথযাত্রা শোভাযাত্রা বের হয় কমলগঞ্জ ইসকন মন্দির নামহট্ট সংঘ, শমশেরনগর কালিবাড়ি ও চা বাগান, আলীনগর, পাত্রখোলা, চাম্পারায়, কুরমা, মৃর্ত্তিঙ্গা, পতনঊষার, শ্রীসূর্য্য, সিদ্ধেশ্বরপুর, কালারায়বিল ও তিলকপুরসহ বিভিন্ন মঠ-মন্দির ও চা বাগানে।
ধর্মীয় সম্প্রীতি, উৎসব ও ভক্তি-ভরা পরিবেশে উদযাপিত এই রথযাত্রা মহোৎসব কমলগঞ্জের ধর্মপ্রাণ সনাতন সমাজে আনন্দ ও ঐক্যের এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে।