
এহিয়া আহমদ রাফি–কমলগঞ্জ(মৌলভীবাজার)◼️
মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষি মন্ত্রণালয়ের “পার্টনার” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হলো ‘ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫’। সোমবার(৩০জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই কংগ্রেসে কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও পরিবেশগত স্থিতিশীলতা বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশারফ হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজারের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন এবং পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, “এই প্রকল্পের মূল লক্ষ্য কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করা এবং টেকসই কৃষি উন্নয়নের ভিত গড়ে তোলা।”
কংগ্রেসে আরও বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক আশরাফুজ্জামান সাওন, কৃষক প্রতিনিধি আব্দুল মতিন, রঞ্জন সিংহ, সালাউদ্দিন শুভ, সৈয়দ নামজুল হাসান মিটু এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান ও উপজেলা সমবায় কর্মকর্তা ছালিক আহমদ ভূঁইয়া।
অনুষ্ঠানে শতাধিক কৃষক, শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এই ধরনের কংগ্রেস কৃষকদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তারা মাঠ পর্যায়ে কৃষির সমস্যা ও সম্ভাবনার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি সচেতনতা ও কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির বিষয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান অংশগ্রহণকারীরা।