
আমানউল্লাহ সাদিক,অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলায় গতকাল ৪ সেপ্টেম্বর বুধবার গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর ৭ নেতা-কর্মীকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ।আটক-কৃতরা হলেনঃ পায়রা ইউনিয়নের আহমাদ সরদারের ছেলে মুহাম্মদ ইমরান, শ্রীধরপুর ইউনিয়নের আঃ মান্নানের ছেলে আব্দুল করিম,
সিদ্ধিপাশা ইউনিয়নের আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক, শুভরাড়া ইউনিয়নের মোঃ আমানতের পুত্র মোঃ কায়কোবাদ, শামসুর শেখের পুত্র রুবেল শেখ ও নওয়াপাড়া পৌরসভার হায়দার আলী।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।