আমানউল্লাহ সাদিক,অভয়নগর (যশোর): যশোরের ঐতিহ্যবাহী সমাজকল্যাণ ও ছাত্রকল্যাণ সংস্থা এবং অদম্য মেধাবীদের সহযোগী ঠিকানা “যশোর স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন”এর ‘বৃত্তি পরীক্ষা-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। আজ ২০-শে অক্টোবর,রোজ শুক্রবার সকাল ৯.০০টায় পরিক্ষা শুরু হয়ে ১১.৩০মিনিটে শেষ হয়।ফাউন্ডেশনের অধীনে এ-বছর তিন হাজারেরও অধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রতিটি উপজেলায় একটি করে পরিক্ষার কেন্দ্র রাখা হয়। বিশেষ করে অভয়নগর উপজেলায় কেন্দ্র রাখা হয় নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে।উক্ত কেন্দ্রে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৮৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আলমগীর হোসেন।পরিদর্শক হিসাবে উপস্থিত ছিলেন,এম এম আশিকুজ্জামান(সাহিত্য বিভাগ),মিনারুল ইসলাম(শিক্ষা বিভাগ) এবং উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিবৃন্দ।পরিক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিকবৃন্দ। বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপার উৎসাহ-উদ্দিপনা লক্ষ্য করা যায়। দায়িত্বরত একজন শিক্ষক বলেন,মেধাবী ও প্রতিভাবান ছাত্র-ছাত্রী তৈরীতে গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে এই বৃত্তি পরীক্ষা সুতারং এমন কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। জৈনক অভিভাবক বলন,আমার ছেলে বৃত্তি পরীক্ষার জন্য একমাস যে পড়ালেখা করেছে তাতে তার বার্ষিক পরিক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে।
“যশোর স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন” এটি একটি বেসরকারি ছাত্রকল্যাণ মূলক প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হয় ২০০৩ সালে,প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ছাত্রকল্যাণ ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত আছেন ডা.মিজানুর রহমান(এমবিবিএস,ঢাকা)।
শিরোনামঃ
নোটিশঃ
যশোরের অভয়নগরে সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- আমানউল্লাহ সাদিক
- Update Time : ০৮:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
- ৩২৮ Time View
Tag :
Popular Post