মনিরামপুর (যশোর) প্রতিনিধি:যশোরের মণিরামপুরে সরকারি ত্রাণের চাউল মোড়কে ১৩১৭ বস্তা চাউল হাত বদলের ঘটনা ঘটেছে। বস্তায় খাদ্য অধিদফতরের লোগোসহ লেখা ছিলো ‘শেখ হাসিনার বাংলাদেশে ক্ষুধা হবে নিরুদ্দেশ’।এঘটনা ঘটেছে মণিরামপুর উপজেলার আলোচিত ভাই ভাই রাইস মিলে।এর আগে করোনা কালীন সময়ে যশোরের মণিরামপুরের খাদ্য গুদাম থেকে চাউল চুরি করে ভাই ভাই রাইস মিলে আনলোড করার সময় পুলিশ সংবাদ পেয়ে সেখানে গিয়ে মোট ৫৫৫ বস্তা চাল আটক করে। বস্তায় খাদ্য অধিদফতরের লোগোসহ লেখা ছিলো ‘শেখ হাসিনার বাংলাদেশে ক্ষুধা হবে নিরুদ্দেশ’।
২৯শে অক্টোবর সকাল সাত ঘটিকার সময় এ ঘটনা ঘটে।সরকারি লেখা সম্বলিত বস্তা দুইটি ট্রাক থেকে আলম সাধুতে করে স্থানান্তরের সময় স্থানীয়রা সরকারি লেখা ও খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত বস্তা দেখে প্রশাসনকে জানায়।মণিরামপুর থানা পুলিশ সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান উপস্থিত হয়।ভাই ভাই রাইস মিল কর্তৃপক্ষ জানায়, ভাংগা ফরিদপুর থেকে মেসার্স হাওলাদার ট্রেডার্স এর কাছ থেকে ৪৭ টন চাউল কিনেছেন। মণিরামপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে জেলা পরিষদ পূজা উদজাপন পরিষদ কে এ চাউল দিয়েছেন। পূজা উদজাপন পরিষদ এ চাউল বিভিন্ন ব্যাবসায়ীদের কাছে বিক্রয় করে দেন তারই নমুনা হচ্ছে এটি। এই ভদ্রলোক ভাজ্ঞা থেকে কিনি নিয়ে এসেছেন তার ক্রয় বিক্রয় কোনো সমস্যা নাই এটা আমরা নিশ্চিত করতে পেরেছি। প্রতিষ্ঠানের কাগজপত্র সঠিক না থাকাই এবং চাউল কেনার পর সরকারি মোরক ব্যাবহারের অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ধারায় ভাই ভাই রাইস মিলকে নগত পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
শিরোনামঃ
নোটিশঃ
যশোরের মণিরামপুরে চাউল কান্ডে পঞ্চাশ হাজার টাকা জরিমানা
- মোঃ জাকির হোসেন
- Update Time : ০৭:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- ২৩৪ Time View
Tag :
Popular Post