
মোঃ জাকির হোসেন,যশোর প্রতিনিধি: যশোরে বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের পক্ষ সিরাতুন্নবী ( সাঃ ) অনুষ্ঠিত। যশোর আইনজীবী ভবনের হল রুমে এই আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জনাব, এডভোকেট মোঃ ইমামুল হাসানের সভাপতিত্বে, ও যশোর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবু মর্তুজা ছোট এর পরিচালনায়, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, যশোর – ৫ মনিরামপুর আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব এডভোকেট গাজী এনামুল হক। আলোচনা সভায় প্রধান আলোচক, কোরআন ও হাদিসের আলোকে মহানবী (স) এর জীবনী নিয়ে আলোচনা করেন,এ সময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর আইনজীবী সমিতির সভাপতি জনাব, এডভোকেট ইসহাক আলী, সাবেক সভাপতি জনাব এডভোকেট ইদ্রিস আলী, এডভোকেট আব্দুল লতিফ, এডভোকেট রোকনুজ্জামান, এডভোকেট ওজিয়ার রহমান প্রমূখ।