সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক বলেন, বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্রী ও কলেজ পড়ুয়া ছাত্রী বা অল্প বয়স্ক মেয়েদের ফেসবুক আইডি দেখলেই দুষ্টু প্রকৃতির ছেলেরা চ্যাটিং করে Hi, Hello. এরপর যখন তারা মেয়েদের কাছ থেকে সাড়া পায় তখন প্রতিদিনই নিয়মিত follow up রাখে, যেমন সকালে- Goood Morning. দুপুরে – খেয়েছে কিনা জিজ্ঞাস করা। রাতে-Good Night. ইত্যাদি, ইত্যাদি।
এটা কিন্তু তারা একজনের সাথে না,তাদের ফ্রেন্ড লিস্টে যে কয়জন মেয়ে আছে তাদের সবার সাথেই এই একই কাজ করে। এরপর একদিন বলে যে, আমরা কি ভাল বন্ধু হতে পারি? এই কথা বলে আরো একটু গভীরে যায় দুজনের সম্পর্ক। পরে মোবাইল নং আদান প্রদান হয়। সম্পর্ক চলে যায় ফেসবুক থেকে মোবাইলে, এবং আরো গভীরে। একান্ত বিষয়েও আলাপ চলে। এরপর নতুন প্রমিকের সাথে ডেটিং চলে কয়েক বার। এরপর যাদের খারাপ উদ্দেশ্য থাকে তারা সুযোগের সদ ব্যবহার ( ভোগ) করে কেটে পড়ে।
কেউ কেউ আবার দুজনের একান্ত মহর্তের video , picture, voice record ইত্যাদি সংগ্রহ করে রেখে দেয় কৌশলে, এরপর এসব দিয়ে শুরু হয় নতুন খেলা। মেয়েটিকে ব্ল্যাকমেল করে, নিয়মিত দৈহিক সম্পর্ক, টাকা পয়সা ইত্যাদি হাতিয়ে নেয়। আর এরকম পরিস্থিতিতে অনেক মেয়ে মানসিক ভাবে ভেঙে পড়ে যায়। কেউ বেছে নেয় আত্নহত্যার পথ, কেউ বা নেয় পতিতা বৃত্তির পথ, কেউ নিরবে সহ্য করে যায়। সুতারং মেয়েরা সাবধান।
★তামিম বিল্লাহ,
জেলা প্রতিনিধি,সাতক্ষীরা