নিজস্ব প্রতিবেদক: পার্বতীপুর হইতে- রংপুর – রমনা বাজার রুটে রমনা লোকাল ট্রেন চালুর দাবীতে ট্রেন অবরোধ বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়ন করে রেল – নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি , কুড়িগ্রাম।
২৬-১০-২০২৩ ইং তারিখে রাত ৮ ঘটিকায় কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার মধ্যবর্তী টগরাইহাট রেলস্টেশনে রংপুর এক্সপ্রেসের সংযোগ শাটল ট্রেনটিকে থামিয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ ও সাধারণ জনগণ সহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
উক্ত কর্মসূচি মধ্যে বক্তব্য রাখেন: নাহিদ হাসান (নলেজ) সভাপতি সাবেক কেন্দ্রীয় কমিটির,মোহাম্মদ আলী মন্ডল এটম সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মো:জাকির হোসেন, জেলা কমিটির আহবায়ক, মো:খন্দকার আরিফ,মো: মীর মোশারফ হোসেন, মো:শামসুজ্জামান সরকার সুজা এ সময় উপস্থিত অনেক দৈনিক গণমাধ্যম কর্মীদের লেখুনির মাধ্যমে তুলে ধরার অনুরোধ করেন। দৈনিক ক্রাইম তালাশ প্রতিনিধির প্রশ্নের জবাবে বলেন:- পার্বতীপুর- রংপুর- রমনা বাজার রুটে রমনা লোকাল ট্রেন চালু সহ কুড়িগ্রামের জন্য ট্রেনের বিশেষ বরাদ্দের দেওয়া হউক। এজন্যই আজ এই দাবীতে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি। উপস্থিত জনগণের অসুবিধার কথা তুলে ধরেন বক্তারা , রমনা লোকাল ট্রেনটি চালু করার জোর দাবী জানান এবং কুড়িগ্রাম এর জন্য বিশেষ আসন বরাদ্দ রাখার দাবী জানান বক্তারা । এতে ট্রেনটি দীর্ঘক্ষণ অপেক্ষার পর রেল কর্তৃপক্ষ হইতে কর্মকর্তা এসে উপস্থিত হয়ে, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটিকে ও উপস্থিত জনগণের দাবী গুলোকে মেনে নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বসে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন , জনগণকে সরিয়ে যেতে অনুরোধ করেন যথারীতি ট্রেন টিকে ছেড়ে দেওয়ার জন্য রেলের রেললাইন ফাঁকা করে দেওয়ার অনুরোধ করেন । পরবর্তী তে রেল – নৌ যোগাযোগ ও পরিবেশ রক্ষা গণকমিটি রেল কর্মকর্তার কথায় আশ্বাস পেয়ে বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করেন,
দাবী আদায় না হলে, না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান জেলা গণকমিটি।