
খাইরুল ইসলাম–ঢাকা◼️
জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সোহাগ ইসলামকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সোমবার (৩০ জুন) বিকাল ৫টায় ঢাকা মহানগর উত্তর ভাটারা থানার সামনে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা গিয়েছে, গত ২৯ জুন ঢাকা মহানগর উত্তর বসুন্ধরার এক দোকানের কর্মচারী রবিউলকে কতিপয় স্বেচ্ছাসেবক লীগ সন্ত্রাসীরা বাসা থেকে ডেকে এনে পূর্বপরিকল্পিতভাবে ছিনতাইকারীর অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে।
ঘটনাস্থলে সাংবাদিক সোহাগ উপস্থিত থেকে ঘটনা পর্যবেক্ষণ করেন এবং সত্য খোঁজার চেষ্টা করেন।মারধরের ঘটনার পর ভাটারা থানার এসআই ছিনতাইকরী অভিযুক্ত রবিউলকে পুলিশ হেফাজতে নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাটারা থানায় নিয়ে আসেন।
থানায় এসে সন্ত্রাসীরা সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। সাংবাদিকরা শাজাহান সাজিদকে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য প্রশ্ন করলে থানার ভেতরেই উক্ত সেচ্ছাসেবক লীগ নেতা সাংবাদিক সোহাগকে প্রাণনাশের হুমকি দেন।
তাই এ ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব প্রিয়াংকা ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক সোহাগ ইসলাম, বিএম আশিক হাসান, হোসনে আরা হীরা, সাজেদুল হক প্রান্ত, মো. সালাম প্রমুখ।
বক্তারা অবিলম্বে শাজাহান সাজিদসহ জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”