রতন কুমার রায়,রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট পাড়ামৌলা গ্রামের বাজারের পশ্চিম পার্শ্বে তিস্তা নদীর তীরে গড়ে উঠেছে অবৈধ বালুর জমজমাট ব্যবসা।
আজ মঙ্গলবার ৭ নভেম্বর সকালে উপজেলার ডাংরারহাট বাজারের পশ্চিমে গড়ে ওঠা বালুর পয়েন্ট সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানা জায়। গত বর্ষা মৌসুমে নদী ভাঙন রোধে জিও ব্যাগ ভর্তির কথা বলে বালু উত্তোলন করেন পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার সালাম সর্দার। জরুরি ভিত্তিতে নদী ভাঙন রোধে জিও ব্যাগ ভর্তির জন্য সে সময় মজুদ কৃত বালু দিয়ে বস্তা ভর্তি না করে তখন নদী থেকে বালু তুলে কাজ করেন ঠিকাদার। বর্তমানে মজুদ কৃত বালু ট্রাক্টর যোগে বিক্রি করছেন। এ বালু বিক্রির সাথে জড়িত কারা রয়েছে এমন তথ্য জানতে চাওয়া হয় বালু নিতে আসা ট্রাক্টর ড্রাইভারের সাথে। তিনি বলেন,পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার সালাম সর্দার সহ আরো বেশ কয়েকজন এ বালু সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে। ডাংরারহাট বাজারের পশ্চিমে কাছাকাছি স্থান থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে আশপাশের এলাকায় নদী ভাঙনের তীব্র সম্ভাবনা আছে জানালেন স্থানীয়রা। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর।
বালু উত্তোলনের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি এবিএম আরিফুল হকের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিককে বলেন, লিখিত অভিযোগ দেন ব্যবস্থা নিচ্ছি। সাংবাদিক হয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে লিখিত অভিযোগ দেবার বিষয়টি যৌক্তিক কিনা সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি দেখতেছি।