মাহমুদুল হাসান রনি,
মাদারীপুর (রাজৈর) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার কলাবাড়ি ইউনিয়ের বড়ুয়া গ্রামের তিন বন্ধু পূজার আনন্দে ঘুরতে বেড়িয়ে মটর বাইক এক্সিডেন্টে ঘটনা স্থলেই দুইজন নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবর দিবাগত রাত একটার দিকে কদমবাড়ির শাখা রাস্তায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায় ইজি বাইকের সাথে সামনা-সামনি সংঘর্ষে ঘটনা স্থলেই দুইজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন অনিক হাজরা (১৯) পিতা অপূর্ব হাজরা ও অঞ্জন হালদার (১৭) পিতা গোপাল হালদার। ভাগ্যবান বাইকের ড্রাইভার গুরুতর আহত হয়ে গোপালগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত দুইজনের জনের লাশ রাজৈর থানায় রয়েছে। পুলিশ জানায় আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ হস্তান্তর করা হবে।