বিশেষ প্রতিনিধি,রায়গঞ্জ থানা: সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুফল ভোগীদের সাথে মতবিনিময় করেছেন,রায়গঞ্জ-তাড়াশ আসনের এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।
শুক্রবার (১৩ অক্টোবর) উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদ চত্বরে সকাল ১০টায় অনুষ্ঠিত বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ব্রহ্মগাছা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সরকারের জনগুরুত্ব বিষয়ের সুফল ভোগীদের সুরক্ষার সেবার মান তুলে ধরে বক্তব্য রাখেন,অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনায়েন টিটো’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ গ্রহণকারী নেতৃবৃন্দ সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে বক্তব্য দেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়,সহ-সভাপতি সাইদুল ইসলাম চান,রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম,উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন পারভীন,উপজেলা ছাত্র লীগের সভাপতি রবিন সরকার,সাধারণ সম্পাদক সোয়েব আক্তার,ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল মুনছুর খাঁন মিন্টু এবং সামাজিক সুরক্ষার সুফল ভোগীদের সরকারের বিভিন্ন সেবাখাত তুলে ধরে বক্তব্য দেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইলিয়াস হোসাইন।এসময় ইউনিয়ন পরিষদের সচিব,সকল ইউপি সদস্য ও সফল ভোগীরা উপস্থিত ছিলেন।