হৃদয় আহাম্মেদ লিমন,রায়গঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১শত ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার দুপুর ১২ টার দিকে পৃথক অভিযানে গ্রেফতারকৃত দের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান।
পাঙ্গাসী ফাড়ির ইনচার্জ রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে দেউলমোড়া সুরমা ইটভাটার সামনে থেকে বুধবার ভোর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ার বৌদ্ধনাথ গ্রামের আব্দুস ছালামের ছেলে কলি সেখ (৩০) কে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাসী করে ১শ ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপর অভিযানে রায়গঞ্জ থানার এএসআই হারুনর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলা প্লানেট কোং লিঃ এর সামনে পাকা রাস্তার উপর থেকে কোমরপুর গ্রামের সামছুল ইসলামের ছেলে লিটন সেখ (২২) কে গ্রেফতার করেন। এ সময় তার নিকট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
থানা পুলিশ জানা, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাঃদ্রঃআঃ ১০(ক) ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।